
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না।তারা শান্তিতে থাকতে চায়,শান্তিতে বাঁচতে চায়।দেশের মানুষ জানে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোন পথ নাই। তাই যারা নির্বাচনে না আসবে তারা ভুল করবে এবং জনগন তাদের বয়কট করবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশকে ধারাবাহিক নেতৃত্ব দিয়ে অনন্য মর্যাদায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন।তাই আমাদের লক্ষ্য যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তা ২০৪১ নয়, ২০৩০ সালেই সম্ভব।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, একসময় দৈনিক ২ থেকে ৩ হাজার পাসপোর্ট তৈরি হত।এখন দিনে ২৫ হাজার পাসপোর্ট তৈরি হচ্ছে। আমরা এক সপ্তাহে যত পাসপোর্ট বিতরণ করি, পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত নেই।

পরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদেন স্বরাষ্ট্র মন্ত্রী।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকাপ্টারযোগে উত্তরা গণভবনে এসে নামেন এবং পুলিশ সুপারের কার্যলয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।



