লালপুরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়!

নাটোর অফিস॥
পাকা রাস্তার পাশে ভ্যানে করে বিক্রয় হচ্ছে আলু। বিক্রেতা প্রতি কেজি আলুর দাম হাকছেন ২৫ টাকা। খুচরা বাজারে এক কেজি আলুর দাম ৫৫-৬০ টাকা । দামে কম হওয়ায় ক্রেতারাও আলু কিনতে ভীড় জমাচ্ছে। মুহুর্তের মধ্যেই আলু বিক্রয় শেষ হয়। সোমবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে এই আলু বিক্রয় হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ডোম ডোম করে কাটা আলু বিক্রয় করছেন জাহাঙ্গীর আলম। তার বাড়ি উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে। তিনি বলেন, এগুলি বিছন কাটা আলু (বীজ আলু) । কৃষকরা তাদের জমিতে আলু রোপন করার জন্য বীজ কেটে নিয়েছে। আর অবশিষ্ট আলু ১৮ টাকা কেজি দরে তিনি কিনে এনেছে। এখন ২৫ টাকায় বিক্রয় করছেন। তার দাবি আলু গুলি ভালো আছে।’
২৫ টাকা কেজি দরে দুই কেজি কাটা আলু কিনেছেন ভ্যান চালক সাবান আলী। তিনি বলেন, সারাদিন ভ্যান চালিয়ে আয় হয় কোন দিন ৫০০ আবার কোন দিন ৩৫০ টাকা। বাড়িতে ৫জন সদস্য । বাজারে ১ কেজি আলুর দাম ৫৫ টাকা। এই আয় দিয়ে কি করে সংসার চলবে। বাজারে কোন কিছু কেনার উপায় নাই। তাই কম দামে কাটা আলু কিনেছি।’
কামাল হোসেন ২৫ টাকায় এক কেজি আলু কিনেছেন। তিনি বলেন, মাঠে খেটে সারাদিনে পাই ৩৫০ টাকা। বাজারে আলু, পেয়াজ মরিচ কিনতেই টাকা শেষ হয়ে যায়। মাছ তো কিনতেই পারি না। আগে এই আলু গরুতে খেতো এখন আমরা কিনে খাচ্ছি। এছাড়া উপায় নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *