নাটোর অফিস॥
নাটোরের লালপুরে পদ্মায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে মাছটি বিক্রয়রে জন্য লালপুর মৎস্য আড়তে আনেন জেলে মোঃ লালন আলী । পরে মাছটি ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল রাতে পদ্মা নদীর রাইটা পয়েন্টে লালন আলীর জালে ধরা পড়ে বাঘা আইড় মাছটি।
জেলে লালন আলী দৈনিক সমকাল কে জানান, দীর্ঘদিন পর তার জালে এতো বড় মাছ উঠেছে। মাছটির ওজন ১২ কেজি। পাইকারী ৯০০ টাকা কেজি দরে ১০ হাজার ৮০০ টাকায় তিনি বিক্রয় করেছেন। মাছটি ন্যায্য দামে বিক্রয় করতে পেরে খুশি তিনি। ’
মাছটির ক্রেতা রয়েল আলী জানান, খুচরা বিক্রয়ের জন্য আড়ত থেকে মাছটি কিনেছেন তিনি । পাবনায় বিক্রয়ের জন্য মাছটি নিয়ে যাচ্ছেন ।’
লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন বলেন, লালপুর বাজারে ১২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ বিক্রয়ের খবর তিনি শুনেছেন। মেঘনায় মাছ ধরা বন্ধ থাকায় এসব মাছ ধরা পরছে বলে জানান তিনি।’
এদিকে ১২ কেজির বাঘা আইড় মাছ দেখতে আড়তে ভীড় জমায় উৎসুক জনতা।