নলডাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার সার -বীজ বিতরণ

নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরের কৃষি প্রণোদনা আওয়াতায় ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে নলডাঙ্গা পরিষদ চত্বরে এ প্রণোদনার বীজ সার বিতরণের উদ্বোধন করেন নাটোর নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা সহকারী ভুমি কমিশনার রাকিবুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর প্রমুখ।পরে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার ৭০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৩ -২০২৪ অর্থ বছরের প্রণোদনার আওয়াতায় মোট ৩ হাজার ৭০০ জন কৃষক পাবে এ প্রণোদনার বিনামূল্যের বীজ ও সার। ৭০০ জন কৃষক পাবে ২০ কেজি গম বীজ,১০ কেজি ডিএপি সার.১০ কেজি এমপি।২৮০ জন কৃষক পাবে ২ কেজি ভুট্রার বীজ,২০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি।২ হাজার ৩১০ জন কৃষক পাবে ১ কেজি সরিষা বীজ,২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।৭০ জন কৃষক পাবে ১০ কেজি চিনাবাদাম,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।১৪০ জন কৃষক পাবে শীতকালিন ১ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।৪০ কৃষক পাবে ৫ কেজি মুগ ডালের বীজ,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।১১০ জন কৃষক পাবে ৫ কেজি মশুর ডাল বীজ,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।৫০ জন কৃষক পাবে ৮ কেজি খেসারী ডাল বীজ সাথে ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। এছাড়া ১০০ জন কৃষক পাবে গীষ্মকালিন ১ কেজি পেঁয়াজ বীজ,২০ কেজি ডিএপি সার ,২০ কেজি এমওপি সার,১১৫ গ্রাম বালাইনাশক,৫০০ গ্রাম পলিথিন,৫০০ গ্রাম নাইনল সুতলি ও জমি প্রস্তত বাবদ নগট ২ হাজার ৮০০ টাকা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *