নাটোরে উদীচীর কর্মী সভা

নাটোর অফিস॥
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল নাটোরে। নাটোর জেলা সংসদের আয়োজনে শনিবার বিকেলে নাটোরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলবুল আহমেদ। এসময় জাতীয় সঙ্গীত ও সাংগঠনিক সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয়। পরে সাংগঠনিক আলোচনা করেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম হাবীব, অপর সহসভাপতি প্রবীর সরদার, জুলফিকার আলী গোলাপ।
বক্তরা সংগঠনের প্রতিষ্ঠা, ইতিহাস, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণ-আন্দোলনের ভূমিকা, প্রগতিশীল চেতনা, লক্ষ্য-উদ্দেশ্য ও বর্তমান সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজ পরিকর্তনের প্রথম হাতিযার সাংস্কৃতিক বিপ্লব। আর এই চেতনার পথিকৃত হিসেবে দেশ-বিদেশে এগিয়ে চলেছে উদীচী। বিভিন্ন সময় সংগঠনের কর্মীদের জীবনদান সহ বিভিন্ন ত্যাগের কথা স্মরণ করে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সংগঠন আরও এগিয়ে যাবে।
আলোচনা সভায় পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসঙ্গীত, একক ও দলীয় সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
শেষে বুলবুল আহমেদকে আহ্বায়ক এবং আলতাফ হোসেনকে সদস্য সচিব মনোনীত করে উদীচী নাটোর জেলা সংসদের ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *