নাটোরে পলকের উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা

নাটোর: নাটোরের সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে শনিবার দিনব্যাপী পৌর কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবিরে এ সেবা দেয়া হয়। প্রতিমন্ত্রী পলক এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এসময় পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারসহ পৌর ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চক্ষু শিবিরে সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবিবেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে ৫জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন।
সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চক্ষু শিবিরের সমন্বয়ক আঃ আলিম জানান, দিনব্যাপী সহস্রাধিক রোগীদের সেবা প্রদান করা হয়েছে যারমধ্যে মধ্যে ৩৫০জনকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে। এছাড়াও ১৫০জন রোগীকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেয়া হবে। তাদের যাতায়াত ও ঔষধের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *