‘অংকিতা’-২০২৩ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী

নাটোর অফিস॥
নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষাথী অংকিতা চক্রবর্তী শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ নাটোর জেলার স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। সম্প্রতি নাটোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ উদযাপন উপলক্ষে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) হিসেবে অংকিতা চক্রবতীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা প্রধান অতিথি হিসেবে অংকিতার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

জেলার শ্রেষ্ট শিক্ষার্থী (স্কুল) হিসেবে নির্বাচিত অংকিতা চক্রবর্তী নাটোর শহরের আলাইপুর এলাকার বাসিন্দা সহকারী অধ্যাপক অপুর্ব কুমার চক্রবর্তী ও গৃহিণী কৃষ্ণা রানী চক্রবর্তীর কন্যা। অংকিতা চক্রবর্তী বলেন, বাবা-মা ও শিক্ষকদের ঐকান্তিক সহযোগীতা ও চেষ্টায় তার এই সফলতা। তার সাফল্যের পিছনে যিনি সবচেয়ে বেশী উৎসাহ যুগিয়েছেন তিনি তার মা। শিশু কাল থেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন তার মা। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা পড়াশুনার পাশাপাশি বই পড়া,আবৃত্তি,নাচ ও গান করছেন।অংকিতা তার এই সফলতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান। ভবিষ্যতে সে একজন হৃদরোগ চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। এজন্য সে সকলের আর্শীবাদ প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *