নাটোর-রাজশাহী রুটে ফের যান চলাচল বন্ধ
নাটোরঃ নাটোর-রাজশাহী রুটে নাটোর থেকে যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সকাল ১০টার পর থেকে আকস্মিক ভাবে বন্ধ করে দেয়া হয় যান চলাচল। এসময় কিছু ব্যক্তি বগুড়া সহ উত্তরাঞ্চল থেকে রাজশাহী ও পাবনা এবং দক্ষিনাঞ্চল থেকে রাজশাহী গামী বাস নাটোরে আটকে দিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। আবার হঠাৎ করে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান নিয়ে থ্রি হুইলার সহ রাজশাহী গামী সব ধরনের হালকা যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামায় দুর্বিসহ অবস্থায় পড়েন দূরদূরান্ত থেকে নাটোরে এসে আটকে পড়া রাজশাহী গামী যাত্রীরা।
তবে পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের দাবি কোন গাড়ি বন্ধ হয়নি। আর হাইওয়ে পুলিশের দাবি তারা থ্রি হুইলার সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন।
পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম বলেন, যথা নিয়মে বাস চলাচল করছে। বাস চলাচলে কোন বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাড়ি এটিএসআই মোজাম্মেল হোসেন বলেন, বাস চলাচল করতে দেখেছেন। বন্ধ হয়ে থাকলে সেটি পরিবহন সেক্টরের বিষয় বলে জানান তিনি।