মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নাটোর অফিস॥
নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে বাহারুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং মোঃ শিটুল মল্লিক নামে এক যুবককে খালাস দিয়েছে আদালত। আজ সোমবার বেলা ৩ টার দিকে নাটোরের অতিরিক্ত দায়রা জজ ১ আদালতের বিচারক মোছাঃ কামরুন্নাহার বেগম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত বাহারুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর থানার বারুইপাড়া মহল্লার আলতাপ হোসেনের ছেলে এবং খালাস পাওয়া শিটুল মল্লিক কুষ্টিয়ার মিরপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের মাধ্যমে খবর পাওয়া যায় লালপুর উপজেলার পাইক পাড়া ব্রীজের ওপর মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে মাদক ব্যাবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায় দুই যুবক। পরে তাদের পিছু ধাওয়া করে তাদের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে বাহারুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাদের আটক করা হয়। পরে রাতেই আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পরদিন সকালে আদালতে প্রেরন করা হয়। প্রায় আড়াই বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আজ আদালতের বিচারক বাহারুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় মামলায় অভিযুক্ত শিটুল মল্লিকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমান না হওয়ায় তাকে মামলা থেকে খালাস দেন বিচারক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *