পুকুর খননের প্রতিবাদ করায় কৃষক আটক

নাটোর অফিস॥
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে অবৈধ ভাবে কৃষিজমিতে পুকুর খুননের সময় বিক্ষুব্ধ লোকজন এক্সক্যাভেটর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনায় আশরাফ আলী টুনা (৪৩) নামের একজন কৃষককে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (২৪ মে) রাতে উপজেলার নবীনগর গ্রাম থেকে পুলিশ ওই কৃষককে আটক করে। তিনি ওই গ্রামের মৃত আতাহার প্রামানিকের ছেলে। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৩ মে ভোরে নবীনগর গ্রামে পুকুর খনন ঠেকাতে এলাকার মসজিদের মাইকে পুকুর খনন বন্ধের ঘোষণা দিয়ে স্থানীয় এলাকাবাসীরা ঐক্কবদ্ধ হয়ে সেখানে উপস্থিত হলে পুকুর খননকারী উজ্জ্বল তর্ক-বিতর্ক শুরু করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন এক্সক্যাভেটর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এঘটনায় উজ্জ্বল হোসেনে বাদি হয়ে লালপুর থানায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ২৪ মে মামলা রেকর্ড করে আশরাফ আলী টুনা (৪৩) নামের একজন কে আটক করা হয়েছে। বাঁকিদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।
এদিকে গ্রেপ্তার আতঙ্কে ওই গ্রামের পুরুষ সদস্যরা গা ঢাকা দিয়েছেন। গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *