আব্দুল কুদ্দুস এমপির ইমু আইডি হ্যাক করে টাকা চাওয়া হচ্ছে

নাটোর অফিস॥
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি’র ব্যক্তিগত ইমু (রসড়) আইডি হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১৯ এপ্রিল) আব্দুল কুদ্দুস এমপির ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সকলকে সচেতন এবং প্রতারক চক্রদের থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।
এমপি সমর্থক সালমান শুভ জানান,‘ বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিটে এমপি সাহেবের ব্যক্তিগত ইমু আইডি থেকে একটি ম্যাসেজ পাঠান। সেখানে লেখা ছিলো ১ লক্ষ টাকা হবে এখন খুব জরুরী। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি এমপি সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান তার ইমু আইডি হ্যাক হয়েছে।
আব্দুল কুদ্দুস এমপি মুঠোফনে জানান, ‘কে বা কারা সম্প্রতি আমার ইমু (রসড়) আইডি হ্যাক করেছে। ইতিমধ্যেই তারা আমার নাম দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা দাবি করছে। এই বিষয়ে কেউ যদি আপনাদের কাছে এমন কিছু দাবি করে বা আমার নাম ভাঙ্গিয়ে অর্থ দাবি করে এবং আপত্তিকর কোন ম্যাসেজ পাঠায় সেই বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *