লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা

নাটোর অফিস॥
নাটোরের লালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাইনুদ্দীন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শামসুল আল্- আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ইসমত আরা তুশি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, একাডেমিক সুপার ভাইজার সাদ আহমেদ শিবলীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *