
শেখ হাসিনা সরকারের প্রতি অতীতের মতই আস্থা অব্যাহত রাখবেন জানিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।
উভয় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মাঝগাও ইউপির সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, নাটোর জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দার, বনপাড়া পৌরসভা কাউন্সিলর মোছাঃ শিরিন আক্তারসহ গুরুদাসপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শাহনেওয়াজ মোল্লা ও সিদ্দিকুর রহমান অঙ্গীকার করেন, প্রার্থীদের মধ্যে যেই মনোনয়ন পাবেন একে অপরের পক্ষে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে। এসময় পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সহায়তা করার আহ্বান জানান।



