গুরুদাসপুরে চালকলের ফিতায় জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে চাল কলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪৫) নামে এক ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের হাজি বাজার এলাকার মুছাইক রাইচ মিলে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ড্রাইভার উপজেলার নাজিপুর ইউনিয়নের চন্দ্রপুর বীরবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায়, রজমান আলী দীর্ঘদিন যাবৎ হাজিবাজার এলাকার নাছিম উদ্দিনের রাইচ মিলে ধান ভাঙ্গানো মেশিনের ড্রাইভার হিসাবে কাজ করছিলেন। শনিবার সকালে ধান ভাঙ্গানোর সময় রাইচ মিলের ফিতায় আঠা লাগাতে গিয়ে অসাবধানতাবশত হাত আটকে যায় রমজান আলীর। এ সময় তার পুরো দেহ ফিতাতে আটকে গেলে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশকে খবর দেয়। খভর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস কর্মীরা ঘটনাস্থলে এসে রমজানের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *