ভেদরা বিলে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মানববন্ধন

নাটোর অফিস ॥
তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ও ভূমি সুরক্ষা কমিটি। বৃহস্পতিবার সদর উপজেলার ভেদরার বিল এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন ভূমি সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মহাসিন , নজরুল ইসলাম, বকুল হোসেন , মোঃ শুকুর আলী মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে যেখানে সেখানে পুকুর খননের কারণে ভেদরা বিলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সময়মত পানি নিস্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে কৃষকদের। তারা তাদের জমিতে ফসল করতে পারছেন না।
কর্মসুচী পালনকারী কৃষকরা জানান, তারা নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপ্রা, উপজেলা নির্বাহি অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং সদর থানা বরাবর পুকুর খনন বন্ধের আবেদন সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে। কতিপয় প্রভাবশালী প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করে যাচ্ছে। এই বিলে তিন ফসলি ও দুই ফসলী কৃষি জমিতে ধান পাট গম ভুট্টা রসুন ও সরিষার থেকে শুরু করে সব ধরনের চৈতালি ফসল উৎপাদিত হয়। এছাড়া এই বিল দিয়ে বর্ষা মৌসুমে ২২টি বিলের অতিরিক্ত পানি অপসারিত হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে এভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার কারণে বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শত শত বিঘা জমি অনাবাদি হয়ে পড়ছে। অবিলম্বে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন বন্ধ সহ জলাবদ্ধতা নিরসন করার আবেদন জানান স্থানীয় কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *