গুরুদাসপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীর ১ লাখ টাকার জরিমানা

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ১৬শ বস্তা সার মজুদ করার দায়ে এক সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজারের সোবাহান ট্রেডার্স এ অভিযান চালিয়ে এই মজুদ সার জব্দ করা হয়। এসময় সার ব্যবসায়ী আব্দুস সোবাহানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিব।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান শাকিব জানান, সার মজুদের অভিযোগ পেয়ে শনিবার বিকেলে ৩টার দিকে উপজেলা সদরের চাঁচকৈড় বাজারে সোবাহান ট্রেডার্স এ চালানো হয়। এসময় নির্ধারিত পদ্ধতির বাহিরে অবৈধভাবে ১৬শ বস্তা সার মজুদ করার দায়ে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ (১) ধারার অপরাধে ৮(২) ধারায় এক লাখ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *