এ ঘটনায় সোমবার দুপুরে নাটোর সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন নিখোঁজের পিতা ইছাহক আলী। তিনি জানাব, ইসফাত রাহাত মাহির উচ্চতা ৪ফিট ৮ ইঞ্চ,গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার,পড়নে কালো গেঞ্জি এবং গ্যাভিটি প্যান্ট ছিল। কেউ তার খোঁজ পেলে উল্লেখিত মোবাইলে নম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হয়েছে, মোবাইল- ০১৭৩১-৪৭৪১২১।