নাটোরে করোনাকালীন মন্দা উত্তরণে ব্লক-বাটিক তৈরি প্রশিক্ষণ

নাটোর অফিস॥
নাটোরে করোনাকালীন মন্দা উত্তরণে যুব মহিলাদের জন্য ১০ দিনের প্রশিক্ষণ কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হয়েছে। সকাল দশটায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, এই প্রশিক্ষণ যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সম্ভাবনাময় কর্ম উদ্যোমী মহিলাগণ প্রশিক্ষণ গ্রহন করে আতœনির্ভরশীল হতে পারবেন।
উপজেলা সমবায় অফিসার আসাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হাবিব।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা ‘জাইকা’র আর্থিক সহায়তায় উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ১২জনসহ মোট ২৫ জন যুব মহিলা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *