নাটোরে ইয়াবাহ ট্যাবলেট বহনের দায়ে তিন জনের ১০ বছর করে কারাদন্ড

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে তিন মাদক ব্যাবসায়ী প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এ সময় ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দেন। বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়,২০১৮ সালের ১৫ আগষ্ট সন্ধ্যার পরর্ র্যাবের একটি টিম বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে নিয়মিত টহলররত অবস্থায় ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তি সেখানে থাকা কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় তল্লাশী করতে গেলে অজ্ঞাত পরিচয় দুইজন পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে তাদের শরীর তল্লাশী করে তাদের কাছ থেকে ৭ হাজার ৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়র্ র্যাব সদস্য বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করে। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামীদের প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে প্রত্যেককে সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ সময় অসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হল,বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরের আব্দুস সাত্তার ব্যাপারীর ছেলে নাহারুল ইসলাম,একই এলাকার আবুল খায়েরের ছেলে আকসেদ আলী ও বনপাড়া বাজারের আবুল হোসেনের ছেলে হাসানুজ্জামান সাগর।
নাটোর কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *