নাটোরে দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে পাঠদান শুরু

নাটোর অফিস॥
করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটোরে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলার স্কুলগুলোতে সশরীরে উপস্থিতি দ্বারা শ্রেণীকক্ষে ক্লাস শুরু হয়। তবে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। শিক্ষার্থীরা জানায় ,তারা দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করায় সশরীরে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পেরেছে। ক্লাসে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে এবং মাস্ক পরিধান করে শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। তারা আশা প্রকাশ করে যে আর তাদের ক্লাস আর বন্ধ হবে না। কারণ ক্লাস বন্ধ হলে তাদের পড়াশোনার ক্ষতি হয়।
নাটোর সরকারী বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এক মাস পর আবারও শ্রেণীকক্ষে পাঠদান শুরু হয়েছে। এখন শুধু যেসব শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে তারা সশরীরে শ্রেণীকক্ষে এসে ক্লাস করতে পারবে। সরকারী সকল নির্দেশনা মেনে মাস্ক পড়া ও সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের ও শ্রেণীকক্ষে প্রবেশ করানো হচ্ছে। স্কুলের শতকরা ৯৭ থেকে ৯৮ ভাগ শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে। যারা টিকা নেয়নি তাদের জন্য অন-লাইনে পাঠদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গত ২০ জানুয়ারী থেকে বন্ধ ছিল স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে অবশ্যই শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিত বিধি নিষেধ মেনে ক্লাস করতে হবে সবার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *