নাটোরে করোনা শনাক্তের হার বাড়লেও পরীক্ষার হার কম

নাটাের অফিস॥
নাটোরে করোনা শনাক্তের হার বাড়লেও পরীক্ষা কম হচ্ছে। ইতিমধ্যে নাটরকে করোনার হলুদ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.১১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ৩২৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় মোট রোগী শনাক্ত হয়েছে ৮৪৮৮ জন। সর্বশেষ গত ২ মাস আগে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জন। এদিকে সরকারী নির্দেশনা সত্বেও মানুষ মাস্ক পরিধান করছেনা। ফলে পরিবেশ ঝুঁকিপুর্ন হয়ে পড়ছে।
সিভিল সার্জন আফরোজা বেগম জানিয়েছেন করোনার হলুদ জোন হিসেবে চিহ্নিত হওয়ার পর নাটোরে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত নাটোর আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড এর রেড জোনে ৬ জন রোগী ভর্তি আছে। আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেন এন্টিজেন টেস্ট এবং করোনা চিকিৎসার জন্য সকল ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, করোনার সংক্রমণ কমে যাওয়ায় জনসাধারণ মাস্ক পড়ার ব্যাপারে কিছুটা উদাসীন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার থেকে জনসাধারণকে মাস্ক পড়তে বাধ্য করাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *