নাটোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

নাটোর অফিস ॥
নাটোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে”খরঃবৎধপু ভড়ৎ ধ যঁসধহ- পবহঃৎবফ ৎবপড়াবৎু, ঘধৎৎড়রিহম ঃযব ফরমরঃধষ ফরারফব”( “মানবকেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা, ডিজিটাল বিভাজন সংকুচিত করা”) এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এবং জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে এ এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) আসাদুজ্জামান আসাদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ প্রমুখ কর্মকর্তাবৃন্দ।
এদিকে বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম অনন্যা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা মমরেজ আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *