
অভিযানের পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি মোঃ আজমল হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) জনাব সাদিয়া আফরিনের নেতৃত্বে লালপুর উপজেলার মহরকয়া গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মেট্রিক টন ভেজাল গুড়, ৩৫০ (তিনশত পঞ্চাশ) কেজি ভেজাল চিনি, ১০০ টি টিনের পাত্র, ২০০ টি প্লাস্টিক ক্যারেট এবং ২০০ টি মাটির পাত্র জব্দ করে। এসময় ভেজাল গুড় প্রস্তুত, সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে গুড় ব্যাবসায়ী বজলুর রহমান ও সামশের দফাদারকে (৫৫) এক লক্ষ টাকা জরিমানা করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশক্রমে ও ভেজাল গুড়, চিনি এবং অনান্য মালামাল ধংস করা হয়।



