
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে শোভা যাত্রাটি উপজেলার লোকমানপুর স্টেশন বাজার থেকে শুরু হয়ে পাঁকা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে লোকমানপুর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার মুখার্জী, কৃষকলীগ সভাপতি মেহেদী হাসান দোলন, শ্রমীকলীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা এসএম সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, ছাত্রলীগনেতা শামিম প্রমূখ । এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও তবারক বিতরন করা হয়।



