নাটোরে শিক্ষকদের উদ্দেশ্যে এমপি শিমুলঃ ‘তৎপর গোষ্ঠী যেন আন্দোলনের সুযোগ না নেয়’!

নাইমুর রহমান:
নাটোরসহ সারাদেশে নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধের প্রেক্ষিতে নাটোরের ৭টি উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে বৈঠক করেছে স্থানীয় প্রশাসন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে নিয়ে চলমান পরিস্থিতির উপর বিশেষ কাউন্সিলিং করার নির্দেশ দেয়া হয় এ বৈঠকে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্যেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

শিমুল বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের সব দাবী মেনে নিয়েছে সরকার। এ বিষয়টি তাদের জানাতে হবে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের। নিজেদের প্রতিষ্ঠানে ফিরে এ বিষয়ে শিক্ষার্থীদের কাউন্সিলিং করতে হবে। কোন তৎপর গোষ্ঠী যেন শিক্ষার্থীদের এ আন্দোলনের সুযোগ না নেয়।’

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মালেক শেখ প্রমুখ।

সভা থেকে দ্রুত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গতিরোধক নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *