নাটোরে ‘দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল’ গঠন, সহায়তার অনুরোধ ডিসির

নাটোর অফিস॥
করোনা ভাইরাস প্রতিরোধে জনগণের ঘরে থাকার নির্দেশনা থাকায় কর্মহীন নিম্ন আয়ের ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের খাদ্য ওআনুষাঙ্গিক সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ‘দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল’ গঠন করেছে নাটোর জেলা প্রশাসন। এ লক্ষ্যে সদর উপজেলার সোনালী ব্যাংক ফুলবাগান শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে।

এই তহবিল গঠন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, কর্মহীনদের সহায়তায় গঠিত এ তহবিলটি ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’- এর ৩২ নং অনুচ্ছের আলোকে গঠিত যার নাম-‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল, সঞ্চয়ী হিসাব নংঃ ৪৯১১৪০২০০০৭৫৪’। এই হিসাবে প্রদত্ত অর্থ নগদ এবং সরাসরি পণ্য সামগ্রী জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখার কর্মকর্তা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দীনের নিকট জমা দেয়া যাবে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে ০১৭১৭০০২৯৮৪ এবং ০৭৭১- ৬৬৭২১(জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) নম্বরে যোগাযোগের অনুরোধ করা হল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *