
আজ রবিবার সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পূষ্প্যমাল্য অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
পূষ্প্যমাল্য অর্পন শেষে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দলের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু , সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



