নাটোরে পা দিয়ে লেখা রাসেলের পাশে জেলা প্রশাসক
নাটোর অফিস॥ দুই হাত নেই। নেই ডান পা। আছে বাম পা, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে জেডিসি পরীক্ষা দেয়া সেই কিশোর রাসেলের পাশে দাঁড়ালেন সিংড়ার ইউএনও সুশান্ত কুমার মাহাতো এবং জেলা প্রশাসক মো: শাহরিয়াজ।...