নাটোরে খেজুর রসে বিষ ছিটিয়ে পাখি নিধন
নাটোর অফিস॥ খেজুর রসে বিষ ছিটিয়ে দেশীয় প্রজাতির পাখি শিকার চলছে শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায়। একদল লোভী শিকারী খেজুর গাছ থেকে হাঁড়িতে রস চুইয়ে পড়া নলের মুখে দানাদার বিষ ছিটিয়ে দিচ্ছে। এত রাত-ভোরে ওই...