নাটোরের লালপুরে ৩২৭ জনের নমুনা সংগ্রহ॥ আক্রান্ত ৭, সুস্থ ২

নিজস্ব প্রতিবেদক, লালপুর, নাটোর॥
নাটোরের লালপুর উপজেলায় এপর্যন্ত মোট ৩২৭ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এর মধ্যে ২৬৬ জনের রিপোর্ট নেগেটিভ ও একজন আট বছর বয়সী শিশু, দুুইজন মেডিকেল স্টার্ফ, একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ৭জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত ৭ জনের মধ্যে দুইজন সুস্থ হয়েছে বাঁকি ৫জনও সুস্থর পথে।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৪ জুন সর্বশেষ ৩৮জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন নাটোর সিভিল সার্জনের নিকট পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম জানান,‘গত ৪এপ্রিল থেকে লালপুর উপজেলায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয়। এপর্যন্ত মোট ৩২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং ২৭৩জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ২৬৬জনের নেগেটিভ ও ৭জনের পজেটিভ এসেছে। আর বাঁকি ৫৪ জনরে রিপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে।’

তিনি আরো জানান, আক্রান্ত ৭জনের মধ্যে ২জন সম্পূর্ন সুস্থ হয়েয়ে ফিরে গেছেন। আর বাঁকি ৫জনও সুুস্থ হওয়ার পথে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *