গরুর মাংসে আল্লাহু লেখা!
নাটোর অফিস॥ নাটোরের গুরুদাসপুরে গরুর মাংসের দুই টুকরোতে আল্লাহু লেখা ভেসে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী এলাকায় শামীম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা আল্লাহু লেখা মাংসগুলো ...