নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোর॥
নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২০-২০২১ অর্থ বছরে নতুন কোন কর আরোপ ছাড়াই ১০ লাখ ৪৭ হাজার ৯৮ টাকা উদ্বৃত্ত রেখে মোট ৩৬ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার তিনশ’ ৫৯ টাকার বাজেট পেশ করা হয়েছে। এছাড়া বাজেটে মোট ৩৬ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার দুইশ’ ৬১ টাকা ব্যয় ধরা হয়েছে।

সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার এ বাজেট পেশ করেন।

অনুষ্ঠানে প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, পৌর সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাজেটে করোনা মোকাবেলাসহ সামাজিক নিরাপত্তা খাত, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, সড়ক বাতি সম্প্রসারণ ও মশক নিধনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *