বন্যার পানিতে ভেসে গেছে তিন’শ হাঁস॥ দিশেহারা খামারি

নাটোর অফিস॥
দ্বিতীয় দফা বন্যায় খামারের তিনশ হাঁস ভেসে যাওয়ায় সিংড়া উপজেলার চকসিংড়া এলাকার মোস্তাক আলী এখন দিশেহারা হয়ে পড়েছেন। দ্বিতীয় দফা বন্যায় বুধবার মধ্যরাতে সিংড়া পৌরশহরের শোলাকুড়া এলাকায় বাঁধ ভেঙ্গে বিলীন হয়ে যায় প্রায় ১৭টি বাড়ি। এসময় আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরো ১০টি বাড়ি। সেদিন একই রাতে চকসিংড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মোস্তাক আলীর ছয়শ হাঁস বানের পানিতে ভেসে যায়। পরেরদিন তিনি শহরবাড়ী, কয়ড়াবাড়ী, হিজলী, ডাহিয়া গ্রামে ঘুরে ঘুরে তিন’শ হাঁস উদ্ধার করতে সক্ষম হন। বাঁকি তিন’শ হাঁস এখনো নিখোঁজ রয়েছে । তিন’শ হাঁসের বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্থ মোস্তাক আলী জানান, তিনি একজন গরীব মানুষ। কয়েকমাস আগে ছয়শ হাঁস দিয়ে খামার করেছি। বন্যায় আমার তিন’শ হাঁস ভেসে গেছে। সরকারের কাছে আকুল আবেদন তাকে পুনরায় খামার করার জন্য সহায়তা করার।
প্রায় ছয়শ হাঁস দিয়ে খামার করেছিলেন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *