গুরুদাসপুরে ৫শ’ শিশুর মুখে হাসি ফোটালেন ছাত্রলীগ নেতা বাঁধন

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক দুস্থ ও প্রতিবন্ধী শিশুকে ঈদের নতুন জামা কাপড় উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিয়ার রহমান বাঁধন। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে উপজেলায় এই প্রথম শিশুদের মাঝে ব্যক্তি উদ্যোগে প্রায় ৪ লাখ টাকার শিশু বস্ত্র বিতরণ করা হয়।
রোববার দুপুরে পৌর সদরের চাঁচকৈড় শিক্ষাসংঘ প্রাইমারী স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এলাকার অভাবক্লিষ্ট শিশুদের মাঝে ওই নতুন কাপড় উপহার দেন বা*ধন। এসময় বাঁধনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আমানত আলী শেখসহ প্রমুখ বিশিষ্টজন উপস্থিত ছিলেন। শিশুদের নতুন পোষাকের মধ্যে ছিলো পায়জামা-পাঞ্জাবী, শার্ট-প্যান্ট, ফ্রগ, কামিজ, লেহেঙ্গা প্রভৃতি। নতুন পোষাক পেয়ে শিশু তানিম, সামিউল ও রেহানা জানায়, তারা নতুন পোষাক পেয়ে খুব খুশি।
শিশুদের অভিভাকরা বলেন, আমরা ওদের নতুন পোষাক দিতে পারিনি। আল্লাহ বাঁধনকে বাঁচিয়ে রাখুক।
বাঁধন বলেন, অসহায় দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে এই আয়োজন। এতে সুবিধাবঞ্চিত শিশুরা নতুন জামা কাপড় পেয়ে খুশিতে উজ্জীবিত হয়েছে। সাথে আসা অভিভাবকরাও খুশি হয়েছেন। তাদের খুশিতেই নিজেকে ফিরে পাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *