নাটোরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা চলে বাড়ি বাড়ি

নাটোর অফিস॥
নাটোরে বাড়িতে বাড়িতে চলছে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। করোনার কারনে এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাকলেও সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। আজ সকাল থেকে শহরের নববিধান বালিকা বিদ্যালয় ও সরকারী গালর্স হাই স্কুল সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা বা বন্দনা করা হয়। সকাল থেকেই শুরু হয় পুর্জাচনা ও অঞ্জলি প্রদান। প্রাক্তন শিক্ষক শীবেন্দ্র নাথ চৌধুরী বলেন, জ্ঞান বিজ্ঞানের মেধা বৃত্তি বিকাশের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর এই বিদ্যার দেবী সরস্বতীর পুজার আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার দেবী সরস্বতীর পূজার আয়োজন হচ্ছে না। মঙ্গলবার সকালে নববিধান বালিকা বিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা ও পুজা অর্চনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, প্রাক্তন শিক্ষক শীবেন্দ্র নাথ চৌধুরী,লক্ষন কুমার সরকার, উমা রানী পালিত সহ সনাতন ধর্মালম্বিরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। সরস্বতী পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরসহ পাড়া মহল্লা ও বাড়ি বাড়ি পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *