
নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুরে ট্রাক চাপায় জুলহাস উদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার(৭ই ফেব্রুয়ারী) সন্ধা সাড়ে ছয়টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের আহম্মেদপুর এলকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জুলহাস উপজেলার জোয়াড়ী ইউনিয়নের খোর্দ্দকাছুটিয়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সন্ধায় জুলহাস মোটরসাইকেল নিয়ে আহম্মেদপুর বাজারে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ট্রাক পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় জুলহাসের শরীর ট্রাকের নিচে চাপা পড়ে থেতলে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



