নাটোরের বড়াইগ্রামে বখাটে স্টাইলে চুলকাটা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোর॥
নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস শিক্ষার্থীদের বখাটে স্টাইলে চুল না কাটতে এবং সেলুন থেকে চুলকাটার বিভিন্ন স্টাইলিশ ফেস্টুন বা ছবি সরানোর জন্য সেলুন মালিকদের নির্দেশ দিয়েছেন। ওসি বলেন, ১৫ থেকে ২০ বছর বয়সের ছেলেরা যে স্টাইলে চুল কেটে রাস্তায় চলাফেরা করে তা অত্যন্ত দৃষ্টিকটু। বখাটে স্টাইলে চুল কাটার প্রভাব ব্যাক্তির সামাজিক জীবনাচরনের উপর প্রভাব বিস্তার করে, তাই তাদের পরিপাটি এবং শালীন হওয়া জরুরী। ওসি অারো বলেন, যদি কোন সেলুন মালিক বখাটে স্টাইলে চুল কাটে কিংবা কোন ছেলে যদি জোর করে বখাটে স্টাইলে চুল কাটতে সেলুন মালিক/নাপিতকে বাধ্য করে তবে তাদের বিরুদ্ধে অবস্যই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বড়াইগ্রাম থানা চত্বরে সুন্দর সমাজ গঠনের লক্ষে বখাটে স্টাইলে চুলকাটা বন্ধে সেলুন মালিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস এনির্দেশ দেন।

এসময় মতবিনিময় সভায় অন্যদের মাঝে বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সুমন আলী, এসআই আহসান হাবীব, এসআই আনোয়ার হোসেন, এসআই সানোয়ার হোসেন এবং এএসআই মতিউর রহমান সহ বড়াইগ্রাম উপজেলার প্রায় তিন শতাধিক সেলুন মালিক/নাপিত উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *