সবাই অাধো-ঘুমে বা ঘুমে আছে। একাকী জেগে আছি আমি! গভীর নিস্তদ্ধতা চারপাশ জুড়ে, আমার তনু-মন-চোখ, হাতড়ে ফিরছে স্মৃতির সমুদ্রতীরে শুধুই তাঁরে বারে বারে; আলো-আধারে, ভিতরে-বাহিরে, শ্রাবণের রাত্রি ত্রিপ্রহরে। কারো কারো নাক ডাকার শব্দ, কারো খুক খুক কাশি, রাতের নিরবতাকে আরও…
নাটোরে স্কাউট সমাবেশে গরমে অসুস্থ ৪ শিক্ষক- শিক্ষার্থী হাসপাতালে।
নাটোর:নাটোরকে শতভাগ স্কাউট জেলা ঘোষণার অনুষ্ঠানে প্রচন্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে শিক্ষক-ছাত্রীসহ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন- বাগাতিপাড়া গার্লস হাইস্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা আইভী রহমান ও পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুর-উন-নবী এবং নাটোর সদর উপজেলার…