বড়াইগ্রামে প্রাণীসম্পদ পদর্শনী মেলা

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে শনিবার “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচণ, প্রানীসম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রানীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে সাবেক প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি এর উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. উজ্জ্বল কুমার কুন্ডু দেশের প্রানিজ সম্পদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সভাপতি স্থাণীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বর্তমান সরকারের গৃহিত উন্নয়ণ প্রকল্প ও অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব হুসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমা,খামারী মনিরুজ্জামান সোনার ও তানজিলা বেগম প্রমূখ। সঞ্চালনা করেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হক ইতি।
ডা. উজ্জ্বল কুমার কুন্ডু জানান, প্রদর্শনী মেলায় ৩৪টি ষ্টল অংশ গ্রহন করেছে। প্রদর্শনীতে উন্নত জাতের গরু, মহিষ, বাছুর, ছাগল, গাড়ল, পাখি, খরগোশ, গিনিপিগ এবং প্রানীসম্পদে ব্যাবহার যোগ্য বিভিন্ন প্রযুক্তির প্রদর্শন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *