প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাটোরে চালু হলো নমুনা সংগ্রহ বুথ

নাটোর অফিস ॥
নাটোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্রোগ ও আর্থিক সহায়তায় নতুন একটি কোভিড-১৯ স্যামপল কালেকশন (নমুনা সংগ্রহ) বুথ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুুবুর রহমান উপস্থিত ছিলেন।
ডাঃ মাহাবুব জানান,এই বুথ স্থাপনের কারনে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষ খুব সহজে এবং দ্রুততম সময়ে নমুনা প্রদান করতে পারবেন। এর আগে সদর হাসপাতাল চত্বরে একটি বুথ স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আর্থিক সহায়তায় এই বুথ নির্মান করা হয়েছে। জেলা পুলিশ শুধুমাত্র এই বুথ স্থাপন কার্যক্রমে সহযোগিতা করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের নমুনা প্রদানে এসে কোন সমস্যায় পড়তে না হয় সেজন্য প্রতিমন্ত্রী পলকের উদ্যোগে এই বুথ স্থাপন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *