নাটোরে নতুন ১২ জনের করোনা সনাক্তআপডেট: ১২/০৭/২০২০, সময়: ২২:০৮নাটোরঃ নাটোরে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছেন।এ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন।আক্রান্তদের অবস্থান সনাক্ত চলছে।নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, একজন ফলোআপসহ ১২ জন নতুন আক্রান্তের ৯ জন সদরের এবং ২ জন সিংড়ার।বিস্তারিত আসছে……Spread the love Related posts লালপুরে ইমো প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক নাটোর ও সিংড়ায় আরও ৭ দিন কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়লো নাটোরে করোনা মোকাবিলায় প্রস্ততি সম্পন্ন