নাটোরে রাস্তা-গ্রাম প্লাবিত, নৌকায় যাতায়াত বাড়ছে

নাটোর অফিস॥
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপদসীমার ২৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর একপাড়ের সিংড়া পৌর এলাকা ও অপর পাড়ে লালোর, শেরকোল ও চামারী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

আজ সোমবার(১৩ই জুলাই) বিকেল এ তথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ।

তিনি জানান, দুপুর ১২টার রিডিং অনুযায়ী পানি বেড়েছে বিপদসীমার ২৫ সে.মি। সন্ধ্যা বা রাতের শেষে পানি আরও বাড়তে পারে।

অপরদিকে, টানা বৃষ্টিপাতে বিল এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সিংড়ার আঞ্চলিক সড়কগুলো এখন পানিতে তলিয়ে রয়েছে। সোমবার সকাল থেকে বক্তারপুর-বারৈহাটি সড়ক ও সড়ক সংলগ্ন গোবিন্দনগর গ্রামটি পানিতে তলিয়ে গেছে। এতে ওই গ্রামের তিন শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জরুরী প্রয়োজনে নৌকায় যাতায়াত শুরু করেছেন কেউ কেউ।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রোপা আউশ, আমন ও পাট ক্ষেত ডুবছে। অনেক কৃষক অপরিপক্ব পাট কেটে নিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, সিংড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতোমধ্যে পানিবন্দী বেশ কিছু পরিবারের কাছে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। জরুরী যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তত রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *