
নাটোরের সিংড়ায় পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো শামীম হোসেনের ছেলে কাউছার (২)এবং মিঠুন আলীর মেয়ে মিম(২)। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
আজ মঙ্গলবার(১০ই ডিসেম্বর) দুপুরে সিংড়া উপজেলার দমদমা হাতিগাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)নুরআলম সিদ্দিকী জানান, দুপুরে কাউছার এবং মিম বাড়িতে খেলাধুলা করছিলো। এসময় সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তারা। পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করলে শিশু দুটির পায়ের জুতা দেখে পরিবারের লোকজন ডোবায় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।



