
নাটোরের সিংড়ার সাপের কামড়ে ওমর আলী (৫০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে সাপ খেলা দেখানোর সময় সাঁপ তাকে কামড়ে দেয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাপুড়ে ওমর আলী সিংড়া উপজেলার বড়বাড়ি গ্রামের দিনু সরদারের ছেলে। এলাকাবাসী জানায়,ওমর আলীর পেশা মুলত শিলপাটা ধার করা। সে সখের বশে এই সাপ খেলা দেখাতেন। সম্প্রতি একটি বিষধর সাপ ধরেন। রোববার বড়বাড়ি বাজারে ওই সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন।



