
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,নদীতে অবৈধ ও নিষিদ্ধ সোঁতি জাল ফেলে বন্যা সৃষ্টিকারীরা যত শক্তিশালী হোক না কেন তাদের রেহায় নেই। প্রশাসন তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। বিগত দিনে এদের বিরুদ্ধে যেভাবে অভিযান চালিয়েছি প্রয়োজনে এবারও জনগনকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে অভিযান করবো।
শুক্রবার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বন্যায় সিংড়া উপজেলার ভঙ্গন কবলিত শোলাকুড়া এলাকা পরিদর্শন সহ বর্ন্যাতদের ত্রান বিতরনকালে এসব কথা বলেন। তিনি বলেন, উপজেলার কতিপয় কিছু সন্ত্রাসী নদীতে অবৈধ সোঁতিজাল দিয়ে পানির স্বাভাবিক চলাচল ব্যহত করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অবৈধ সোঁতি উচ্ছেদে ও নিয়মিত মামলা দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।ইতিমধ্যেই প্রশাসন কাজ শুরু করেছে। তিনি ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের উদ্দেশ্যে বলেন, ভাঙ্গন ঠেকাতে ১০ হাজার জিও ব্যাগ দিয়ে বালি ফেলানো হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগ সহ আওয়ামীলীগের সেচ্ছাসেবকরা কাজ করছে।




