লালপুর: নাটোরের লালপুরে “মাতৃ স্বাস্থ্য সুরক্ষা ও সরকারী হাসপাতালে নরমাল ডেলীভারী বৃদ্ধিতে স্বাস্থ্য কর্মীদের সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়ার)আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি। এসময় উপিস্থত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইছাহাক আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপিস্থত ছিলেন।
আবুল কালাম আজাদ এমপি বলেন, মাতৃস্বাস্থের সুরক্ষায় শেখ হাসিনার সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, তা কোন সরকার করতে পারেনি।এমডিজি বাস্তবায়নের মাধ্যমে বর্তশান সরকার প্রসুতি এবং মাতৃসেবার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।