
বুধবার অধ্যাপক আব্দুল লতিফ মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুজ্জামানসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১১ সালে কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন অধ্যাপক আব্দুল লতিফ মিয়া। তার নেতৃত্বে বিভাগটির অনান্য চৌকস শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন সেশনে ভর্তি, ভাইভাসহ একাডেকিম এবং কো-কারিকুলার কার্যক্রমে কলেজের অনান্য বিভাগের তুলনায় এগিয়ে রয়েছে হিসাববিজ্ঞান বিভাগটি। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্টানে দায়িত্ব পালন করছেন।



