
আজ বৃহষ্পতিবার (৬ই আগস্ট) বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে গম আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার আরও জানান, দেড় মাস আগে ছাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নাতজামাই কোরবান আলীর বাড়িতে গোপনে খাল খনন প্রকল্পের সরকারি গম রাখা হয়। বিষয়টি জানাজানি হলে মাঝদীঘা পূর্বপাড়া গ্রামের ওই বাড়িতে ৫ই আগস্ট বুধবার বিকেলে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে একটি রুমে রাখা ১০০ বস্তা সরকারি গম পাওয়া যায়। এ সময় কোরবান আলী ও তার পরিবারের সদস্যরা জানান গমের বস্তাগুলো চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রেখে গেছেন। পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য নাটোর থানায় আনা হলে তিনি জানান, মাছকে খাওয়ানোর জন্য ইউপি সদস্য ও টিআর প্রকল্পটির সভাপতি শাহানাজ পারভীনের নিকট থেকে গমগুলো ক্রয় করেছেন তিনি। তবে ক্রয়ের স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেননি।




