
বুধবার দুপুরে বাঁধ নির্মাণকাজে নিয়োজিত স্থানীয় বাসিন্দাদের সাথে কাজে লেগে পড়েন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনুসহ জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পলক বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে, কেই অসুস্থ্য হলে চিকিৎসাও প্রদান করা হবে। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে মানুষের যাতায়াতে প্রয়োজনীয় নৌকা সরবরাহ করা হচ্ছে। ভ্রাম্যমান টয়লেটও স্থাপন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যা পরবর্ত্তী সময়ে পূণর্বাসন কার্যক্রম সম্পন্ন করতে ক্ষতিগ্রস্থ কৃষক, মৎস্যজীবী ও গৃহহীনদের তালিকা তৈরী করা হচ্ছে। সরকারের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থ সবাইকে পূণর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে। পরে প্রতিমন্ত্রী কলম ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।



