
আজ বুধবার (২২ জুলাই) রাজধানীর মোহাম্মাদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিস্তিতে সুদহীন ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, শুধুমাত্র ক্লাসরুমে পাঠদানই যথেষ্ট নয়। অনলাইন, ডিজিটাল প্লাটফর্মে যেন আমাদের স্কুল, বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো চলমান থাকতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অল্প সময়ের মধ্যে অগ্রজদের মতো ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ স্টার্টআপ প্লাটফর্মের মাধ্যমে এ্যডুকেশন ফর নেশন প্রকল্পের সহযোগিতায় অনলাইনে ক্লাস শুরু করেছে। কিন্তু সবগুলো স্কুল কলেজ এখনো এই সুযোগ গ্রহণ করেনি। কেননা তাদের অবকাঠামোগত সেই প্রস্তুতি ছিলো না। সেটাকে বিবেচনায় রেখে আমরা সারা বাংলাদেশে ৩০০ আসন ভিত্তিক, (অর্থাৎ ৪৯২টি উপজেলায়) নির্বাচিত ৩০০ সংসদীয় এলকায় যেন শিক্ষক-ছাত্ররা নিজেদের মধ্যে সংযুক্ত থাকতে পারে সে জন্য ‘স্কুল অব ডিজিটাল সফটওয়্যার সল্যুশন প্লাটফর্ম’তৈরি করে দিয়েছি। সারাদেশের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষায় ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাবে।
বক্তব্যের শেষে মোবাইল কোম্পানিগুলোকে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের অধীনে প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ ঘোষণার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, ওয়ালটনের নির্বাহী পরিচালক লিয়াকত আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওয়ালটন, সিঙ্গার ও গ্লোবাল ব্যান্ড লিমিটেডের উদ্যোগে এক হাজার টাকা মাসিক কিস্তিতে ৫২ মাসে পরিশোধযোগ্য ৭০টি ল্যাপটপ বিতরণ করা হয়। এজন্য কলেজের পক্ষ থেকে ১০ লাখ টাকার নিশ্চিয়তা তহবিলে নিজের পক্ষ থেকে ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।



